fbpx
AMDA Institute of Engineering & Technology AMDA Institute of Engineering & Technology

ভর্তির যোগ্যতাঃ জিপিএ ২.০০, এস.এস.সি / দাখিল / ভোকেশনাল / সমমান এবং এইচ.এস.সি উত্তীর্ণ, অনুত্তীর্ণ ছাত্র / ছাত্রীদের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির সুবর্ণ সুযোগ রয়েছে।

ভর্তির নিয়মঃ ২০২১-২০২৫ এসএসসি/দাখিল/ভোকেশনাল/সমমান পরীক্ষায় যেকোন বিভাগে জিপিএ ২.০০। তবে বাকাশিবো’র সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়ম পরিবর্তনযোগ্য। প্রতি বছর এসএসসি/দাখিল/ভোকেশনাল/সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরই ভর্তি কার্যক্রম শুরু হয়। এইচএসসি (বিজ্ঞান) পাশকৃত ছাত্র-ছাত্রীগণ সরাসরি ৩য় পর্বে এবং এইচএসসি (ভোক) পাশকৃত ছাত্র-ছাত্রীগণ সরাসরি ৪র্থ পর্বে ভর্তি হতে পারবে।

 টিউশন ফি এর উপর বিশেষ ছাড় :-
* জিপিএ ৪.০০ হতে জিপিএ ৪.৪৯ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ২০% টিউশন ফি মওকুফ।
* জিপিএ ৪.৫০ হতে জিপিএ ৪.৯৯ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ৩৫% টিউশন ফি মওকুফ।
* জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ৭০% টিউশন ফি মওকুফ।
* গোল্ডেন জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ১০০% টিউশন ফি মওকুফ।

মেয়ে শিক্ষার্থীদের জন্য ১০০% টিউশন ফি মওকুফ।

উপজাতি, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার পোষ্য সকল শিক্ষার্থীদের জন্য ৩০% টিউশন ফি মওকুফ। 

ভর্তির সময় যা যা লাগবে:-

♣ এডমিশন ফি ৫০০০/- টাকা।

♣ এস এস সি / এস এস সি সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ।

♣ স্কুল কর্তৃক প্রদত্ত এস এস সি প্রশংসা পত্রের ফটোকপি।

♣ সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।